Skip to main content

ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া কর্তৃক আয়োজিত “৮ম ইপিএস বাংলা T-10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” স্পন্সর হিসেবে আছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় প্রতিষ্ঠান জিএমই ফিন্যান্স। “জিএমই ফিন্যান্স” প্রবাসী বাংলাদেশীদের খুব সহজে ও দ্রুত  সেবা দিয়ে থাকে। টুর্নামেন্টের প্রথম থেকেই খেলার মাঠে জিএমই ফিন্যান্স লোন কন্সাল্টেশন, লোন আবেদন গ্রহণ এবং লোন সম্পর্কিত যাবতীয় সেবা দিয়ে আসছে। জিএমই লোন গ্রাহক গন জিএমই অ্যাপস এর মাধ্যমে নিজের লোনের আপডেট চেক করতে পারবেন। লোন এর কিস্তি CMS সিস্টেমে অটোমেটিক একাউন্ট থেকে কেটে নেয়া হয় । জিএমই ফিনান্স এর লোন কাগজ পত্র সব ঠিক থাকলে আবেদন করার ২-৩ কর্মদিবস এর ভিতরে লোন পাওয়া যায়।

ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া জিএমই ফিন্যান্স এর সর্বাঙ্গিন সফলতা কামনা ও “৮ম ইপিএস বাংলা T-10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে। এমন সুন্দর একটি টু্র্নামেন্টের আয়োজন করায় ইপিএস বাংলা কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ। কোরিয়াতে সহজ, দ্রুত এবং নিরাপদ লোন মানেই জিএমই ফিন্যান্স।

 

Taizul Bangladesh

Author Taizul Bangladesh

More posts by Taizul Bangladesh

Leave a Reply