

লোনের সময়কাল | ৩-৪৫ মাস |
ভিসার সময়সীমা | ৬-৪৮ মাস |
লোনের প্রকার | GME Loan, GME Speed Loan, GME VIP Loan, Business Loan |
আবেদন পদ্ধতি | ডিজিটাল কন্ট্রাক্ট অথবা সরাসরি কন্ট্রাক্ট |
সর্বোচ্চ লোনের পরিমান | ২০ লাখ-২ কোটি উয়ন |
ভিসার প্রকার | E9, E7, F2,F5,F6,D8 এবং কাজের অনুমতি প্রাপ্ত অন্যান্য ভিসাধারী |
লোন পরিশোধ পদ্ধতি | স্থির কিস্তি (স্বয়ংক্রিয় প্রক্রিয়া) |
লোন নিষ্পত্তি চার্জ | ৩% (৩ কিস্তির পূর্বে লোন নিষ্পত্তি করলে) |
দেখে নিন আমাদের সার্ভিস কেন সেরাঃ
১/ সর্বনিম্ন ৭মাস ভিসা থাকলেই জিএমই লোন নেয়া যায়। ৭মাস ভিসা থাকলে ৪ মাসের জন্য ২০ লাখ উন নেয়া যাবে।
২/ জিএমই ফিন্যান্স এর নিজস্ব লোন তাই আবেদন করার ১-২ কর্মদিবস এর মধ্যে লোন রিলিজ করে দেয়া হয় (কাগজ পত্র সব ঠিক থাকলে)।
৩/ আমরা সম্পূর্ণভাবে অনলাইনে লোনের আবেদন নিয়ে থাকি, তাই আমাদের ব্রাঞ্চ ভিজিট না করে ঘরে বসেই অনলাইনে লোন আবেদন করা যায় ।
৪/ কোন গ্যারান্টর প্রয়োজন নেই। সহজ শর্ত ও ঝামেলা মুক্ত লোন।
৫/ জিএমই অ্যাপস এর মাধ্যমে অবশিষ্ট লোনের পরিমান চেক করা যায়।
৬/ ৫ মাস পর লোন ক্লিয়ার করা যায় এতে অতিরিক্ত কোন চার্জ ছাড়া দিতে হয় না।
৭/ জিএমই লোন শেষে যে কোন সময় লোন ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারেন ভিসা পরিবর্তন বা অফিসিয়াল কাজের জন্য । যেখানে অন্য অনেক প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরতে হয় লোন ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ।
৮/ CMS এর মাধ্যমে প্রতি মাসের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হয়।ট্রান্সফার করে কিস্তি পরিশোধের কোন ঝামেলা নেই।
৯/ কার্ডে ভিসা নেই কিন্ত পরবর্তীতে এক্সটেনশন করবেন এমন ভিসা দিয়ে লোন নেয়া যায় (E9,E7,F2,F4)। একমাত্র জিএমই এই সুবিধা দিয়ে থাকে।